ঝালকাঠি প্রতিনিধিঃশেখ জাহিদ
ঝালকাঠি সদর ১০নং নথুল্লাবাদ উঃ এর চাকলা বাজারে করাত মিলে অগ্নিকাণ্ড!
এতে 5/7 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করেছেন ক্ষতিগ্রস্তরা। রবিবার রাত সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
এলাকার লোক জন জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হয়। খবর পেয়ে পার্শ্ববর্তী লোক জন ছুটে এসে ,এবং ঝালকাঠির ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণ এ আনে। এতে করাত মিলের বিতরে থাকা সকল যন্ত্রপাতি মিসিং সহ সব পুরে জায়,
No comments:
Post a Comment