নিজস্ব সংবাদ দাতা।
পার্বত্য ২৪ এর সহ সম্পাদক। রাজশাহী জেলার, চন্দ্রিমা থানার, ছোটবনগ্রাম নিউ কলোনী হাজরাপুকুর ডাবতলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শেখ মোঃ শহিদুল ইসলাম রানা, ও মাতা মোসাঃ মাজেদা বেগম। উনাদের ঘর আলো করে ২৯/১০/১৯৯৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
আজ ২৯'শে অক্টোবর ২০২১ইং
১৩'ই কার্তিক ১৪২৮ বাংলা
২১'ই রবিউল- আউয়াল ১৪৪২ হিঃ রোজ শুক্রবার, উনার ২৭'তম জন্মবার্ষিকী।
মেহেদী হাসান রাজের ২৭'তম শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা- আইপি চ্যানেল মাতৃজগত টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার, পার্বত্য ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার, শেখ মোঃ হুমায়ূন কবির। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, তিনি বলেন। আপনারা সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তায়ালা যেন, মেহেদী হাসান রাজ ভাই- সহ উনার পরিবারের সকলকে যেন সব সময় ভালো রাখেন সুস্থ্য রাখেন।
No comments:
Post a Comment