Wednesday, March 17, 2021

ঝালকাঠিতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

 ঝালকাঠি : ১৭ মার্চ ২০২১

ঝালকাঠিতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


:

ঝালকাঠি প্রতিনিধি :

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭,মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, প্রেসক্লাব, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় ।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়েও নানা আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং শ্রী রতন কুমার দাসের সঞ্চালনায় এবং উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভৈরব পাশা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মো: আলমগীর হোসেন এবং সহকারি শিক্ষক মো: খলিলুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, সকল কর্মচারীবৃন্দ এবং এলাকাবাসী।

এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি থেকে দোয়া মোনাজাতে অংশ নেন।

এছাড়াও জেলা আওয়ামী লীগ ও পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়।

শেখ জাহিদ

ঝলকাঠি প্রতিনিধি

No comments:

Post a Comment