করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ১১ এপ্রিল স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ স্থগিতের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে আগামী ১ এপ্রিল কমিশনের পূর্ণাঙ্গ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে এক জরুরি বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়।
ইসি সূত্র জানায়, মহামারি করোনা নিয়ন্ত্রণে সরকার ১৮টি নির্দেশনা জারি করে। এরপর জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১ এপ্রিল নির্বাচন না নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১ এপ্রিল। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।
১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।
No comments:
Post a Comment