Sunday, February 28, 2021

পরীক্ষা নিতে বিএম কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার:
শেখ জাহিদ, বরিশালে পরীক্ষা নিতে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ পরীক্ষা গ্রহণের দাবিতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এ সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণের বিষয়ে কোন সিদ্ধান্ত না হলে কঠোর আন্দোলনর হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক অবরোধ করার পর কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়ার উপস্থিতিতে শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক এবং মাষ্টার্স শেষ বর্ষের দুইটি লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীরা গত কয়েকদিন আন্দোলন করে যাচ্ছেন। তারা প্রতিদিনই বিক্ষোভ ও ক্যাম্পাস সংলগ্ন সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের এসব পরীক্ষা শেষ না হওয়ায় সেশন জটে পড়ছেন। এমন কি নানা ধরনের চাকরিতে অংশ নিতে পারছেন না। এরই ধারাবিহকতায় এদিন বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে বিএম কলেজ সড়ক দিয়ে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। আধাঘন্টা পর শিক্ষাথীরা মিছিল করে অধ্যক্ষর কার্যালয়ের সামনে গেলে অধ্যক্ষ গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

আয়া দিয়ে ডেলিভারির সময় নবজাতকের মাথা থেকে শরীর বিচ্ছিন্ন

যশোর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে আয়া দিয়ে ডেলিভারির সময় এক প্রসূতির গর্ভ থেকে শিশুর শরীর বের হলেও মাথা ভেতরে রয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শার্শা উপজেলার গাজীপুর গ্রামের আইয়ুব হোসেন এ অভিযোগ করেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। তিনি বলেন, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমার স্ত্রীর গর্ভে থাকা শিশুর পা আবার বের হয়ে এলে সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। কোনো চিকিৎসক পাওয়া যায়নি আমার স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্যে। কোনো ডাক্তার বা নার্স আসেননি সহযোগিতা করতে। একপর্যায়ে হাসপাতালের আয়া মোমেনা খাতুন এগিয়ে আসেন এবং শিশুর পা ধরে টান দেন। এতে শিশুটির মাথা এবং ধড় আলাদা হয়ে যায়। মাথাটি রয়ে গেছে ভেতরে। সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটলেও রাত দশটা নাগাদ কোনো চিকিৎসক আসেনি আমার স্ত্রীর কাছে। কর্তব্যরত নার্সরা বলেন, প্রসূতির গর্ভের সন্তানের বয়স হয়েছে মাত্র ২০ সপ্তাহ, ওজন মাত্র ৩৯৯ গ্রাম। সকালে আলট্রাসনোগ্রাম করে দেখা গেছে, শিশুটি পেটের মধ্যে মৃত অবস্থায় রয়েছে। আয়া কখন কীভাবে কী করেছে তা জানা নেই। এদিকে, যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ ওই আয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

Saturday, February 27, 2021

ভুয়া নিয়োগপত্রেই ৩০ বছর সরকারি চাকরি!

ঝালকাঠি প্রতিনিধি স্টাফ রিপোর্টার শেখ জাহিদ, ভুয়া নিয়োগপত্রেই ৩০ বছর সরকারি চাকরি!ফাইল ছবি ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে জাল নিয়োগপত্র দিয়ে ৩০ বছর চাকরি করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্তে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা শিক্ষা অফিসার মো. মঈনুল ইসলাম। কিন্তু ২ ফেব্রুয়ারি এ কমিটি গঠন করা হলেও গত তিন সপ্তাহে কাজ শুরু করেনি তদন্ত কমিটি। এদিকে তদন্ত কমিটি কাজ শুরু না করায় নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক সুরাইয়া আক্তার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা হিসাবরক্ষণ অফিসের কিছু লোকজনকে ম্যানেজ করে সার্ভিস বুক হালনাগাদ এবং ইএফটির কাজ শেষ করার তদবির চালিয়ে যাচ্ছেন।