Sunday, February 28, 2021

পরীক্ষা নিতে বিএম কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার:
শেখ জাহিদ, বরিশালে পরীক্ষা নিতে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ পরীক্ষা গ্রহণের দাবিতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এ সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণের বিষয়ে কোন সিদ্ধান্ত না হলে কঠোর আন্দোলনর হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক অবরোধ করার পর কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়ার উপস্থিতিতে শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক এবং মাষ্টার্স শেষ বর্ষের দুইটি লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীরা গত কয়েকদিন আন্দোলন করে যাচ্ছেন। তারা প্রতিদিনই বিক্ষোভ ও ক্যাম্পাস সংলগ্ন সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের এসব পরীক্ষা শেষ না হওয়ায় সেশন জটে পড়ছেন। এমন কি নানা ধরনের চাকরিতে অংশ নিতে পারছেন না। এরই ধারাবিহকতায় এদিন বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে বিএম কলেজ সড়ক দিয়ে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। আধাঘন্টা পর শিক্ষাথীরা মিছিল করে অধ্যক্ষর কার্যালয়ের সামনে গেলে অধ্যক্ষ গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

No comments:

Post a Comment