Saturday, March 6, 2021

ঝালকাঠি পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন লিয়াকত তালুকদার

ঝালকাঠি জেলা প্রতিনিধি:শেখ জাহিদ ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ বিষয়ে ঝালকাঠি শহর আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার জানান, জেলা ও পৌর আ’লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে মেয়র পদে দলীয় প্রার্থী হিসাবে একক ভাবে তার নাম প্রস্তাব প্রেরন করা হয়েছে। সে অনুযায়ী ঝালকাঠি আওয়ামীলীগের অভিভাবক জাতীয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় এর সাথে পরামর্শ করে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলীয় এই মনোনয়ন ফরম সংগ্রহ কালে তার প্রধান নির্বাচন পরিচালনাকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মুনিরুল ইসলাম তালুকদারসহ ঝালকাঠি জেলা ও পৌর আওয়ামীলীগ বিভিন্ন নেতাকর্মি এ সময় উপস্থিত ছিলেন

No comments:

Post a Comment