Monday, April 12, 2021

ঝালকাঠিতে গৃহবধুকে মারধর বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন , নগদ টাকা ছিনতাই এর অভিযোগ

 

ঝালকাঠি প্রতিনিধিঃ এস এম রাজ্জাক  পিন্টু



ঝালকাঠিতে গৃহবধু রীনা আক্তারের উপর হামলা চালিয়ে হাতের কব্জি ভেঙ্গে নগদ টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধু ঝালকাঠি সদর উপজেলার বাহেরদিয়া গ্রামের গরু ব্যবসায়ী আঃ হালিমের স্ত্রী। জানা গেছে, গত ১১ ই মার্চ বিকাল সাড়ে ৫ টার সময় সুগন্ধিয়া গরুর হাটে দুটি গরু বিক্রির উদ্দ্যেশে যাওয়ার সময় পথিমধ্যে একটি গরু ৪৮ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা আঃ হালিম বাড়ির কাছে তার স্ত্রী রিনাকে ডেকে দিয়ে বাড়ি যেতে বলে সে সুগন্ধিয়া হাটে যান, বাড়ি প্রবেশের প্রাক্কালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা মনিরের স্ত্রী ফাতেমা ও তার মেয়ে শারমিন এবং অজ্ঞাত ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এতে গৃহবধু রিনার হাতের কব্জি ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। পরে মুমুর্ষ অবস্থায় রিনাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়। হামলাকারীরা এতোটাই বেপরোয়া তারা আইন শালিস বিচার মানেন না।

No comments:

Post a Comment