Tuesday, March 2, 2021

পুলিশ সুপারের সহায়তায় দৃষ্টি ফিরে পেল তানবিন

পুলিশ সুপারের সহায়তায় দৃষ্টি ফিরে পেল তানবিন ঝালকাঠি সংবাদদাতা ০২ মার্চ ২০২১, ঝালকাঠি পুলিশ সুপারের সহায়তায় দৃষ্টি ফিরে পেল শিশু তানবিন ঝালকাঠি পুলিশ সুপারের সহায়তায় দৃষ্টি ফিরে পেল শিশু তানবিন ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সহযোগিতায় দৃষ্টি ফিরে পেল একটি অসহায় পরিবারের তিন বছর বয়সের শিশু তানবিন। অর্থাভাবে তার পিতা শিশু তানবিনের চোখের ছানি অপারেশন করাতে না পারায় পুলিশ সুপার ফাতিহা ব্যায়ভার বহনে এগিয়ে আসায় শিশুটির চোখের আলো ফিরে পেয়েছে। বর্তমানে সম্পূর্ণ সুস্থ শিশু তানবিনের পরিবার মঙ্গলবার (২ মার্চ) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা গেছে, ঝালকাঠি শহরের বসুন্ধরা রোড এলাকার দরিদ্র আব্দুল লতিফ হাওলাদারের শিশুপুত্র তানবিনের দুটি চোখেই ছানি পড়া রোগে আক্রান্ত হয়। এ কারণে শিশুটি দীর্ঘদিন অন্ধত্বের শিকার হয়। তাছাড়া শিগ্রই অপারেশন করাতে না পারলে স্থায়ী অন্ধত্বের শিকার হতে পারে বলে জানায় চিকিৎসকরা। এ মতাস্থায় আর্থিক অনটনের কারণে তানবিনের পিতা শিশুপুত্রের চিকিৎসা করাতে বিভিন্ন জনের দ্বারস্থ হয় এবং সরকারি- বেসরকারি বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করে। কিন্তু অর্থ সংগ্রহ করতে না পেরে তিনি দিশেহারা হয়ে পড়েন। পরবর্তীতে তানবিনের দরিদ্র পিতা আব্দুল লতিফ তার শিশু পুত্রের এ সমস্যার নিয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের দ্বারস্থ হন। শিশু তানবিনের দূরাবস্থার কথা শুনে পুলিশ সুপার তার পাশে দাঁড়ান। তিনি দৃষ্টিহীন শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করায় গত ২১ জানুয়ারি ঢাকার ইস্পাহানি চক্ষু হাসপাতালে শিশু তানবিনের চোখের ছানি অপারেশন করা হয়।

No comments:

Post a Comment