Saturday, October 30, 2021

ঝালকাঠী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন তরিকুল ইসলাম তারেক

নিজস্ব প্রতিবেদকঃ 

বাংলাদেশ ছাত্রলীগ, ঝালকাঠি জেলা শাখার সহ সভাপতি হলেন কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন এর সন্তান তরিকুল ইসলাম তারেক। শনিবার বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর সাক্ষরিত বিবৃতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।



সভাপতি, সহ-সভাপতি,  সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নিয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 


ঝালকাঠী জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক  বলেন, নতুন কমিটিতে সবাই আনন্দিত। আমাদের উপর যে দ্বায়িত্ব দেওয়া হয়েছে সেই দ্বায়িত্ব আমরা যথাযথ ভাবে পালন করবো। সবাই দোয়া করবেন।


ঝালকাঠী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক সহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন।

Thursday, October 28, 2021

সাংবাদিক শেখ মোঃ মেহেদী হাসান রাজের ২৭'তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, শেখ মোঃ হুমায়ূন কবির।


নিজস্ব সংবাদ দাতা।


পার্বত্য ২৪ এর সহ সম্পাদক। রাজশাহী জেলার, চন্দ্রিমা থানার, ছোটবনগ্রাম নিউ কলোনী হাজরাপুকুর ডাবতলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শেখ মোঃ শহিদুল ইসলাম রানা, ও মাতা মোসাঃ মাজেদা বেগম। উনাদের ঘর আলো করে ২৯/১০/১৯৯৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।

আজ ২৯'শে অক্টোবর ২০২১ইং

১৩'ই কার্তিক ১৪২৮ বাংলা

২১'ই রবিউল- আউয়াল ১৪৪২ হিঃ রোজ শুক্রবার, উনার ২৭'তম জন্মবার্ষিকী।


মেহেদী হাসান রাজের ২৭'তম শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা- আইপি চ্যানেল মাতৃজগত টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার, পার্বত্য ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার, শেখ মোঃ হুমায়ূন কবির। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, তিনি বলেন। আপনারা সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তায়ালা যেন, মেহেদী হাসান রাজ ভাই- সহ উনার পরিবারের সকলকে যেন সব সময় ভালো রাখেন সুস্থ্য রাখেন।

Tuesday, October 12, 2021

ঝালকাঠির সুগন্ধীয়া থেকে আধাকেজি গাজাসহ বরিশালের মাদক ব্যবসায়ি নুরুজ্জামান গ্রেপ্তার

ঝালকাঠী প্রতিনিধি:


 ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধীয়া বাজারে অভিযান চালিয়ে পুলিশ বরিশালের চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুজ্জামান (৪৫) কে আধাকেজি গাজাসহ গ্রেপ্তার করেছে। সোমবার (১১ অক্টোবর) রাতে ঝালকাঠি থানার এসআই সিদ্দিকুর রহমান ও এসআই আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে রাতে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (নং-৬/২১ তাং-১২/১০/২০২১ইং) দায়ের করা হয়েছে।

ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সুগন্দিয়া বাজারে অভিযান চালায়। এসময় বরিশালের কোতয়ালী থানায় বাবনিকাঠি গ্রামের মৃত. সত্তার শরীফের পুত্র ও মাদক ব্যবসায়ী নুরুজ্জামান শরীফ আধাকেজি গাজার একটি চালান নিয়ে বিনয়কাঠি সুগন্ধীয়া বাজারে আসলে পুলিশ তাকে আটক করে।

পরে তার দেহ তল্লাশী চালিয়ে আধা কেজি গাজা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি থানায় আনা হয়। আজ মঙ্গলবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে জামিন নামমঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tuesday, April 27, 2021

ঝালকাঠিতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ,



 ঝালকাঠি প্রতিনিধি : 


করোনা মহামারির কারনে চলমান লকডাউনে ঝালকাঠিতে শ্রমিক না পেয়ে মাঠের পাকা ধান কাটা নিয়ে সসম্যায় ছিল কৃষক। এমন সময় কৃষকের পাকা ধান কাটায় এগিয়ে এসেছে ছাত্রলীগ। মঙ্গলবার সকালে সদর উপজেলা বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গ্রামের কৃষক হানিফ মল্লিকের ১৫ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সদস্যরা। ধান কাটায় অংশ নেয় জেলা ছাত্রলীগের কর্মী মাহাবুবুর রহমান, শান্তা ইসলাম, সুরাইয়া সিদ্দিকা, আলিম, অভিসহ অন্যরা।

কৃষক হানিফ মল্লিক জানান, গত দুই দিন আগে আমার জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগের ভাইয়েরা ধান কেটে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের কর্মীরা মাহাবুবুর রহমান, আব্দুল্লাহ আল অভি,ফয়েজ আহমেদ মারজান,শান্তা ইসলাম মিম,খান আলিম বলেন, মানবিক কাজে সব সময় ছাত্রলীগ পাশে আছে। বর্তমানে কৃষক ধান কাটা নিয়ে সমস্যায় ছিল আমরা তাদের সহযোগীতা করেছি।

Saturday, April 24, 2021

ঝালকাঠিতে আগুনে করাত মিল পুড়ে ছাই,

 ঝালকাঠি প্রতিনিধিঃশেখ জাহিদ



ঝালকাঠি সদর ১০নং নথুল্লাবাদ উঃ এর চাকলা বাজারে করাত মিলে  অগ্নিকাণ্ড!


এতে 5/7 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করেছেন ক্ষতিগ্রস্তরা। রবিবার রাত সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।


এলাকার লোক জন জানান,  বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হয়। খবর পেয়ে পার্শ্ববর্তী লোক জন ছুটে এসে ,এবং ঝালকাঠির ফায়ার সার্ভিসের  ইউনিট ঘটনাস্থলে আসার আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণ এ আনে। এতে করাত মিলের বিতরে থাকা সকল যন্ত্রপাতি মিসিং সহ সব পুরে জায়,

Tuesday, April 20, 2021

কাঠালিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

 ঝালকাঠি প্রতিনিধিঃশেখ জাহিদ




ঝালকাঠির কাঠালিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মানিক বেপারী (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 


মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তার মৃত্যু হয়।  মানিক বেপারী উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের ৯নং ওয়ার্ডের খবির উদ্দিনের ছেলে।


স্বজনারা জানান, গতকাল তিনি ডায়রিয়ায় আক্রান্ত হলে মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির দুই ঘন্টা ব্যবধানে তার মৃত্যু হয়। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সে মারা গেছেন।


স্থানীয় ইউপি সদস্য মো. নকিরুল ইসলাম জানান, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর বিলম্ব করে হাসপাতালে নেয়ায় পানি শূণ্যতায় মানিক বেপারীর মৃত্যু হয়েছে।


এ ব্যাপারে আমুয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক মিজানুর রহমান জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসতে বিলম্ব হওয়ায় মানিক বেপারীর অবস্থা ছিলো অনেকটা সংকটাপন্ন।


এ ছাড়া তার হার্টের সমস্যা ছিলো, তাই স্ট্রোক করে মানিক বেপারীর মৃত্যু হয়েছে বলে আমাদের ধারনা।


মঙ্গলবার আছর নামাজবাদ মানিক বেপারীকে নামাজই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


Monday, April 19, 2021

বরিশাল অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য হলেন পলাশ চৌধুরী



তানজিম হোসাইন রাকিবঃ 


বরিশাল অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য হলেন বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার মুখ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী।


বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের অর্ন্তভূক্ত হলো বরিশাল অনলাইন প্রেসক্লাব।আজ সোমবার বিকেলে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী এবং সাধারণ সম্পাদক এইচ আর শফিক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে বিসয়টি নিশ্চিত করা হয়েছে।


বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল এবং সাধারন সম্পাদক রিপন হাওলাদারসহ ৬২ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়।


কমিটিতে সদস্যরা হলেন, সহ-সভাপতি আরিফিন তুষার(দখিনের মুখ), সহ-সভাপতি সোহেল মোল্লা (প্রিয় বরিশাল), সহ-সভাপতি রিফাত আবরার (দখিনের খবর ডট কম), যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান (বরিশাল ক্রাইম ট্রেস),




যুগ্ম সম্পাদক ফিরোজ গাজী(ডেইলি আজকের বার্তা), সাংগঠনকি সম্পাদক প্রিন্স তালুকদার (সকাল সংবাদ), দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ(বার্তা বরিশাল), উপ-দপ্তর সম্পাদক মিরাজ সিকদার (সাহসী সংবাদ),


প্রচার সম্পাদক মুরাদ হোসাইন(বরিশাল ক্রাইম বার্তা), উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান রিমু (বরিশাল ক্রাইম এলার্ট), আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার জিহাদ রানা (বরিশাল মেইল), শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ আর হীরা (খবর বরিশাল) মহিলা বিষয় সম্পাদক সুমাইয়া জিসান (দেশপত্র ২৪),


ক্রিড়া সম্পাদক সাকিবুল হৃদয় (সত্য সংবাদ ডট কম), সমাজকল্যান সম্পাদক এম আর শুভ (একুশে আলো), অর্থ সম্পাদক মেহেদী হাসান খান (দেশ কন্ঠস্বর), সাংস্কৃতিক সম্পাদক কাজী আল আমিন (সংবাদ সপ্তাহ),


সহ-সাংস্কৃতিক সম্পাদক রিফাত ইমরান (বরিশাল রিপোর্ট ২৪), ধর্ম বিষয়ক সম্পাদক শাওন খান (বরিশাল রিপোর্ট), কার্যনির্বাহী সদস্য এমকে রানা (বিজয় সংবাদ),


কার্যনির্বাহী সদস্য এম বশির (জনতার খবর), কার্যনির্বাহী সদস্য মারুফ হোসেন (আজকের তালাশ), কার্যনির্বাহী সদস্য রিয়াজ পাটোয়ারী (আকাশ বাংলা), কার্যনির্বাহী সদস্য পলাশ চৌধুরী (বাংলার মুখ),


কার্যনির্বাহী সদস্য নওরোজ কবীর (ধাঁনসিড়ি নিউজ), কার্যনির্বাহী সদস্য আম্মার হোসেন (ক্রাইম টাইমস), কার্যনির্বাহী সদস্য তানভির আহমেদ অভি (দখিনের বার্তা), সদস্য নাছির উদ্দিন (বিজয় নিউজ),


সদস্য সৈয়দ মেহেদী হাসান (বরিশাল ট্রিবিউন), জে খান স্বপন (রাইজিং বিডি), সদস্য সাঈদ পান্থ (রিপোর্ট ৭১), সদস্য মাসুদ রানা (বরিশাল পিপলস), সদস্য আল-আমিন জুয়েল (বিএসএল নিউজ), সদস্য আরিফ হোসেন (আমার বরিশাল),


সদস্য হুমায়ন কবির রোকন (ডেইলি মতবাদ), সদস্য অনিকেত মাসুদ (পি নিউজ), সদস্য মশিউর রহমান (বিএসএল নিউজ),


সদস্য গোলাম মাওলা শান্ত (দাবানল নিউজ), সদস্য রেদোয়ান রানা (বরিশাল সিটি নিউজ), সদস্য সাঈদ পান্থ (রিপোর্ট ৭১), সদস্য মাসুদ রানা (বরিশাল পিপলস), সদস্য আসিসুর রহমান (ক্রাইম সিন ২৪),


সদস্য সঙ্গিত আহমেদ মিনার (হ্যালো বরিশাল), সদস্য সুব্রত বিশ্বাস (বরিশাল মুক্তখবর), সদস্য এইচ এম হেলাল (ভয়েস অব বরিশাল), সদস্য নাঈম ইসলাম (ডেইলি আগমনী), সদস্য অলিউর রহমান(সকালের বার্তা),


সদস্য লিটন বায়জিত (বরিশাল প্রেস), সদস্য মাহাদী হাসান(বরিশাল রূপান্তর), সদস্য পারভেজ মল্লিক (বরিশাল ট্রিবিউন), সদস্য চাঁন আকন (আজকের তালাশ), সদস্য মো. খান তুহিন (বরিশাল সংবাদ) সদস্য সাজ্জাদ হোসেন হৃদয় (ডেইলি চন্দ্রদীপ),


সদস্য এস এল টি তুহিন (নিউজ জি ডট কম), সদস্য খান মাইনউদ্দিন (দখিনের কন্ঠ ডট কম), সদস্য মো. আমিন (বরিশালের ডাক),


সদস্য শাখাওয়াত হোসেন (ক্রাইম ফোকাস), সদস্য ইমরান হোসাইন (বরিশাল রাইট নিউজ), সদস্য এনামুল হক মুন্সি(জনপত্র ডট কম),




সদস্য সাব্বির আহমেদ (বরিশাল টিভি), সদস্য নাজমুল হক মুন্না (প্রতিদিন নিউজ), সদস্য শাহাদাত হোসেন (ডেইলি বাংলার ক্রাইম ২৪),


সদস্য মামুন হাওলাদার (বাংলার ক্রাইম বার্তা) সদস্য এইচ এম মনিরুজ্জামান (জনতার কথা), সদস্য মনির হোসেন (স্বপ্নের বাংলাদেশ), সদস্য শাকিল মাহমুদ (নিউজ স্টার ২৪), সদস্য খান আব্বাস (একুশের চোখ),


সদস্য অনীক ইসলাম রানা (দৈনিক বরিশাল সংগ্রাম)। নতুন এই কমিটি অনুমোদন দিয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব। এই কমিটিকে তাদের অর্ন্তভূক্ত করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তীতে নিশ্চিত  করেন।

Friday, April 16, 2021

নারীরা এখন আর পিছিয়ে নেই প্রমাণ করে দিলেন শামু

 


নিজস্ব প্রতিনিধি   //

 শামু খান পড়াশোনা করেছেন লালমাটিয়া মহিলা কলেজে

স্বামী ও ২ ছেলে  নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছেন ঢাকার মিরপুর  ডিওএইচ  এ। 

তখন সময়টা ছিলো ২০১২ যখন অনলাইন কেনাকাটায় বাংলাদেশের মানুষ কিছুটা হলেও পেছানো ছিলো।অনেকেই জানতো না অনলাইন ব্যাবসা সম্পর্কে আবার যারাও জানতো তারা মনে করতে অনলাইনের পণ্য ভালো হয় না।যখন মানুষের চিন্তা ধারণাই ছিলো এরকম ঠিক তখন  শামু খান তার ভাই মনির হোসেন  এবং বোন ইসমা হক এর ইচ্ছায় সিদ্ধান্ত নেন , যে তিনি অনলাইনে ব্যাবসা  করবেন।


তবে কীভাবে তার যাত্রা টা শুরু করবেন বুঝতে পারছিলেন না।অনেক চিন্তা ভাবনার পড়ে Shamu's Collection নামে ফেসবুক এ একটি পেইজ চালু করেন। আর সেখানে তিনি তার ইউকের বোন এর মাধ্যমে সর্বপ্রথম মাত্র ৫০ পাউন্ড(প্রায় ৬০০০ টাকা)এর  জুয়েলারি  দিয়ে শুরু করেছিলেন। শুরুটা ছিলো চ্যালেঞ্জের ছিলো  না কোনো ডেলিভারি ম্যান তিনি নিজেই পার্সেল সেল হলে ডেলিভারি দিয়ে আসতেন। তার পণ্যের গুণগত মান এবং সার্ভিস এর মাধ্যমে  হাজারো  ক্রেতাদের হৃদয়ে স্থান পায়  Shamu's Collection ।  থাইল্যান্ড এবং চিনে   গিয়ে তিনি তার পছন্দ মতো কসমেটিকস, জুয়েলারি, ব্যাগ, গড়ি, মানিব্যাগ ইত্যাদি ইনপুট করছেন ।



শামু খান বলেন,আমি যখন অনলাইন ব্যাবসা শুরু করি  তখন আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, তখন আমার ভাই মনির হোসেন অস্ট্রেলিয়া থেকে এবং  বোন ইসমা হক ইউকে থেকে আমাকে সর্বোচ্চ  সাপোর্ট দিয়েছেন। আজ আমি তাদের সাপোর্টে  এবং   ভালো সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের ভালো সাড়া পেয়ে শুধু ফেসবুক পেইজ এ নয় মিরপুর ডিওএইচ শপিং কমপ্লেক্স এর ২য় তলা ৯ নম্বর দোকানটি হলো   Shamu's Collection এর।


এখানে ৪ জন ডেলিভারি ম্যান কাজ করছেন,  এছাড়াও শপে আরো কয়েকজন কাজ করছেন। Shamu's Collection এর মাধ্যমে আজ কয়েকটি পরিবার সুখে শান্তিতে বসবাস করতে পারছেন।


তিনি আরো বলেন,  Shamu's Collection ক্রেতাদের মনে স্থান পাওয়ার মূল কারণ হলো কখনো কেউ কোন প্রোডাক্ট  কিনে প্রতারিত হননি, আছে রিটার্ন করার ব্যাবস্থা,এমনকি ক্রেতা ইচ্ছে করলে  এক্সচেঞ্জ ও করতে পারবেন,বিভিন্ন দিবসগুলোতে ডিসকাউন্ট এর ব্যাবস্থা ও আছে।


সবশেষে তিনি বলেন,আজ যদি আমি একজন সফল ব্যাবসায়ী / উদ্যোক্তা হয়ে থাকি তার পিছনো ৩'জন মানুষের অবদান সবচেয়ে বেশি একজন হলেন আমার ভাই মনির হোসেন, আরেকজন আমার বোন ইসমা হক  যাদের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আরো একজন যার কথা না বললেই নয় তিনি হলেন আমার স্বামী যিনি আমাকে সব সময় সাপোর্ট করেছেন তার সাপোর্টা না পেলে হয়তবা আমি আজকে এতদূর পর্যন্ত আসাটা সম্ভব হতো   না সব সময় আমার ছায়া হয়ে পাশে থাকতো। 

আমি তাদের ৩ জনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

Monday, April 12, 2021

ঝালকাঠিতে গৃহবধুকে মারধর বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন , নগদ টাকা ছিনতাই এর অভিযোগ

 

ঝালকাঠি প্রতিনিধিঃ এস এম রাজ্জাক  পিন্টু



ঝালকাঠিতে গৃহবধু রীনা আক্তারের উপর হামলা চালিয়ে হাতের কব্জি ভেঙ্গে নগদ টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধু ঝালকাঠি সদর উপজেলার বাহেরদিয়া গ্রামের গরু ব্যবসায়ী আঃ হালিমের স্ত্রী। জানা গেছে, গত ১১ ই মার্চ বিকাল সাড়ে ৫ টার সময় সুগন্ধিয়া গরুর হাটে দুটি গরু বিক্রির উদ্দ্যেশে যাওয়ার সময় পথিমধ্যে একটি গরু ৪৮ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা আঃ হালিম বাড়ির কাছে তার স্ত্রী রিনাকে ডেকে দিয়ে বাড়ি যেতে বলে সে সুগন্ধিয়া হাটে যান, বাড়ি প্রবেশের প্রাক্কালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা মনিরের স্ত্রী ফাতেমা ও তার মেয়ে শারমিন এবং অজ্ঞাত ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এতে গৃহবধু রিনার হাতের কব্জি ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। পরে মুমুর্ষ অবস্থায় রিনাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়। হামলাকারীরা এতোটাই বেপরোয়া তারা আইন শালিস বিচার মানেন না।

Wednesday, April 7, 2021

পটুয়াখালীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

 পটুয়াখালীর গলাচিপায় ছাদ থেকে পড়ে জিসান রহমান শুভ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


বুধবার সকালে ঢাকার কনফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


নিহত জিসানের পৌর এলাকার সদর রোডের বাসিন্দা রিপন মৃধার ছেলে এবং বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন।


নিহতের পরিবার জানায়, রোববার রাতে পৌর এলাকার ফিডার রোডের রিয়াদ হোসেন মৃধার বাসায় বন্ধুদের সঙ্গে পিকনিকে যায়। এ সময় ঝরো হাওয়ার কারনে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়।ঐ সময় ছাদ থেকে পড়ে আহত হয় জিসান। বুধবার সকালে ঢাকার কনফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিসান মারা যায়।


Monday, April 5, 2021

ঝালকাঠিতে মানা হচ্ছে না লকডাউন



ঝালকাঠি প্রতিনিধি ঃশেখ জাহিদ


লকডাউনের প্রথম দিনে ঝালকাঠিতে বাস চলাচল বন্ধ থাকলেও সিএনজি, আটোরিক্সা সহ অন্যান্য পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে প্রয়োজনে কিম্বা অপ্রয়োজনে রাস্তা ঘাটে মানুষের অবাদ চলাচল আগের মতই।

সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার ১১ টি বিধি নিষেধ দিয়ে এক সপ্তাহের লকডাউন ঘোষনা করলেও ঝালকাঠিতে তা মানা হচ্ছে না। কাজের সন্ধানে বের হয়ে আসছে খেটে খাওয়া মানুষ। অনেকের মুখে দেখা যায়নি মাস্ক, নেই সামাজিক দূরত্ব, খোলা রাখা হয়েছে বিভিন্ন ধরনের দোকান পাট। জেলার বিভিন্ন জায়গায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকাল থেকেই কাজ করছে পুলিশ প্রশাসন।

এদিকে জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, করোনা ভাইরাসের সংক্রমন রোধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনকা মূলক কার্যক্রম চলছে, মাক্স বিতরন অব্যাহত রয়েছে। প্রয়োজেনে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

Monday, March 29, 2021

১১ এপ্রিলের ইউপি নির্বাচন বন্ধের নীতিগত সিদ্ধান্ত



 করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ১১ এপ্রিল স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ স্থগিতের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে আগামী ১ এপ্রিল কমিশনের পূর্ণাঙ্গ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে এক জরুরি বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়।


ইসি সূত্র জানায়, মহামারি করোনা নিয়ন্ত্রণে সরকার ১৮টি নির্দেশনা জারি করে। এরপর জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১ এপ্রিল নির্বাচন না নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১ এপ্রিল। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।




১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।

Wednesday, March 17, 2021

ঝালকাঠিতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

 ঝালকাঠি : ১৭ মার্চ ২০২১

ঝালকাঠিতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


:

ঝালকাঠি প্রতিনিধি :

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭,মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, প্রেসক্লাব, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় ।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়েও নানা আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং শ্রী রতন কুমার দাসের সঞ্চালনায় এবং উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভৈরব পাশা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মো: আলমগীর হোসেন এবং সহকারি শিক্ষক মো: খলিলুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, সকল কর্মচারীবৃন্দ এবং এলাকাবাসী।

এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি থেকে দোয়া মোনাজাতে অংশ নেন।

এছাড়াও জেলা আওয়ামী লীগ ও পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়।

শেখ জাহিদ

ঝলকাঠি প্রতিনিধি