Monday, March 29, 2021

১১ এপ্রিলের ইউপি নির্বাচন বন্ধের নীতিগত সিদ্ধান্ত



 করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ১১ এপ্রিল স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ স্থগিতের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে আগামী ১ এপ্রিল কমিশনের পূর্ণাঙ্গ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে এক জরুরি বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়।


ইসি সূত্র জানায়, মহামারি করোনা নিয়ন্ত্রণে সরকার ১৮টি নির্দেশনা জারি করে। এরপর জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১ এপ্রিল নির্বাচন না নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১ এপ্রিল। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।




১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।

Wednesday, March 17, 2021

ঝালকাঠিতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

 ঝালকাঠি : ১৭ মার্চ ২০২১

ঝালকাঠিতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


:

ঝালকাঠি প্রতিনিধি :

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭,মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, প্রেসক্লাব, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় ।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়েও নানা আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং শ্রী রতন কুমার দাসের সঞ্চালনায় এবং উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভৈরব পাশা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মো: আলমগীর হোসেন এবং সহকারি শিক্ষক মো: খলিলুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, সকল কর্মচারীবৃন্দ এবং এলাকাবাসী।

এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি থেকে দোয়া মোনাজাতে অংশ নেন।

এছাড়াও জেলা আওয়ামী লীগ ও পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়।

শেখ জাহিদ

ঝলকাঠি প্রতিনিধি

সেদিন জন্ম হয়েছিল একটি মুজিবের

 ১৯৭১ সালের ১৭ই এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং শেখ মুজিবকে রাষ্ট্রপতি করা হয়। তাঁর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। এ সরকারের অধীনেই গঠিত হয় মুক্তিবাহিনী এবং শুরু হয় পাক সেনাদের প্রতিহত করার পালা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর, ৩০ লক্ষ বাঙ্গালীর প্রাণের বিনিময়ে অবশেষে আসে বিজয়। ১৬ ডিসেম্বর সেই সোহরাওয়ার্দী উদ্যান যেখান থেকে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেখানেই বাংলাদেশ-ভারত মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পন করে পাকিস্তানী সেনাবাহিনী। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামের নতুন একটি দেশ। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসেন তাঁর প্রিয় মাতৃভূমিতে, তাঁর স্বপ্নের স্বাধীন দেশে। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, জাতির জনককে বরণ করতে লাখো মানুষের ঢল নামে বিমানবন্দরে। দেশে ফিরেই যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ঝাঁপিয়ে পড়েন বঙ্গবন্ধু । মানবিক বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানান বঙ্গবন্ধু এবং খুব অল্প সময়ের মধ্যেই সাহায্য আসতে শুরু করে। শুরু হয় বাংলাদেশ পুনর্গঠনের এক নতুন যুদ্ধ। এরই মধ্যে সক্রিয় হয়ে ওঠে স্বাধীনতাবিরোধী একটি চক্র। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দেশীয় ও আন্তর্জাতিক চক্রের প্রত্যক্ষ ইন্ধনে রাজনৈতিক অস্থিতশীলতা সৃষ্টি করতে উঠেপড়ে লাগে এই চক্রটি। এসময় বঙ্গবন্ধু বুঝতে পারেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। ১৯৭৪ সালে তিনি সকল রাজনৈতিক দলকে এক ছাতার নীচে আনতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা ‘বাকশাল'। একই সাথে অন্যান্য সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। উল্লেখ্য, প্রথম যে দলটি নিষিদ্ধ করা হয় তার নাম বাংলাদেষ আওয়াশী লীগ, শেখ মুজিবের নিজের দল।

এর ফলে দেশে স্থিতিশীলতা আসতে শুরু করে। সমস্ত দেশ যখন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিখ তখনই আসে আরেকটি আঘাত।১৯৭৫ সালের ১৫ আগস্ট মধ্যরাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হত্যা করে শেখ মুজিব এবং তাঁর পরিবারের সদস্যদের।নেমে আসলো বাংলার রাজনীতিতে একটি কালো অধ্যায়। কেবল তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সেই সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান। সদ্য স্বাধীন জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি নিয়ে আসে এই জঘন্য হত্যাকাণ্ড, তৈরি করে রাজনৈতিক শূণ্যতা, ব্যাহত হয় গণতান্ত্রিক উন্নয়নের ধারা।


এই মহান ব্যাক্তির জন্মশতবার্ষিকীতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি।


তানজিম হোসাইন রাকিব 

01742-165941


Thursday, March 11, 2021

বরিশাল নগরীতে সেই চোরা জলিলের নেতৃত্বে এ্যাম্বুলেন্স ছিনতাই, মামলা

 নগরীতে সেই চোরা জলিলের নেতৃত্বে এ্যাম্বুলেন্স ছিনতাই, মামলা


রিপোর্ট ॥ নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীতে দিনদুপুরে প্রকাশ্যে দিবালোকে একটি এ্যাম্বুলেন্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ৪ মার্চ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বরিশাল ‘ল’ কলেজের সামনে ফিল্মিস্টাইলে এ ঘটনা ঘটে। যে ঘটনায় গতকাল ১০ মার্চ বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামীরা হলো যথাক্রমে, বেতাগী থানার গাবতলীর বাসিন্দা মোঃ ইউনুস মিয়ার পূত্র স্বাধীন ওরফে সোহাগ(২৩), শেবাচিম হাসপাতালে পিছনের বাসিন্দা রাসেল ওরফে জামাই রাসেল(৩৫), নগরীর ব্যাপ্টিষ্ট মিশন রোডের বাসিন্দা মৃত মইন উদ্দিন আকনের পূত্র আঃ জলিল আকন ওরফে চোরা জলিল(৩৮), বামনা থানার কালিকাবাড়ী গ্রামের শামসুল হকের পূত্র কামাল (৪০), সাইফুল(৩২), রুবেল (২৩)সহ অজ্ঞাত আরও কয়েকজন। মামলাটি দায়ের করেন ছিনতাই হওয়া এ্যাম্বুলেনসটির চালক মোঃ মিঠু জম্মাদার (২৫)। এজাহার সূত্রে জানা গেছে, আসামীরা অত্যন্ত অসৎ, সন্ত্রাসী, দাঙ্গা হাঙ্গামাকারী, চাঁদাবাজ, ছিনতাইকারী, দস্যুতাকারী, পরসম্পদলোভী ও পরবৃত্ত লোভী প্রকৃতির লোক। মামলার বাদী মোঃ মিঠু জম্মাদার একজন পেশাদার ড্রাইভার। তার ভাই আসাদ জম্মাদারের মালিকানাধীন এ্যাম্বুলেন্স মাইক্রোবাস টয়োটা জাপান, যার নম্বর ঢাকা মেট্রো চ-১৯-০০৫২ গাড়িতে গত ৪ মার্চ সকালে অজ্ঞাত ব্যাক্তির ০১৪০৮-৭৫২১৯৭ নম্বরের মুঠোফোন থেকে ড্রাইভার মোঃ মিঠু জম্মাদারের ব্যবহৃত ০১৭৮১-২০..৯৬ নম্বরে কল করে বরিশালে রোগী নিয়া যাবার কথা বলে নলছিটির কুমারখালী বাজারে যাইতে বলে। বাদী তাদের দেয়া ঠিকানায় দুপুর ১২টার দিকে পৌছালে অজ্ঞাতনামা ২জন ব্যাক্তি বরিশাল শেবাচিম হাসপাতালে যাইবে বলিয়া  এ্যাম্বুলেন্সে ওঠে। মামলার বাদী তাদের নিয়ে শেবাচিম হাসপাতালের সামনে আসলে নগরীর ব্যাপ্টিষ্ট মিশন রোডের বাসিন্দা মৃত মইন উদ্দিন আকনের পূত্র আঃ জলিল আকন ওরফে চোরা জলিল(৩৮), বামনা থানার কালিকাবাড়ী গ্রামের শামসুল হকের পূত্র কামাল (৪০) এ্যাম্বুলেন্সে উঠে বলে সদর হাসপাতালের সামনে যাইতে হবে। বাদী তাদের নিয়ে বরিশাল সদর হাসপাতালের সামনে গেলে সাইফুল ও রুবেল গাড়ীতে উঠে বরিশাল ‘ল’ কলেজের সামনে নিয়া যায়। সেখানে নিয়ে স্বাধীন ওরফে সোহাগ(২৩), রাসেল ওরফে জামাই রাসেল(৩৫) এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ২/৩জন ব্যাক্তি আকষ্মিকভাবে গাড়ীর সামনে এসে দাড়ায় এবং গাড়ীতে থাকা অন্যান্য আসামীদের সহযোগীতায় মামলার বাদী মোঃ মিঠু জমাদ্দারকে কিল, ঘুষি, চর-থাপ্পর মারতে থাকে। এসময় বাদী আসামীদের প্রতিহত করার চেষ্টা করলে স্বাধীন ওরফে সোহাগ, রাসেল ওরফে জামাই রাসেল ও জলিল আকন ওরফে চোরা জলিল তাদের কোমরে থাকা ধারালো চাকু বের করে মিঠুর ঘাড়ে ও পেটে ঠেকিয়ে বলে যে, (প্রকাশের অযোগ্য)  তোর জীবন এখানেই শেষ করে দেব। কোন চিৎকার চেচামেচি করবিনা। এসময় প্রানভয়ে মামলার বাদী এ্যাম্বুলেন্স ড্রাইভার মোঃ মিঠু জমাদ্দার নিশ্চুপ হয়ে গেলে ২নং আসামী শেবাচিম হাসপাতালে পিছনের বাসিন্দা রাসেল ওরফে জামাই রাসেল মিঠুর হাত থেকে গাড়ীর চাবি ছিনিয়ে নিয়ে ড্রাইভিং সিটে বসে অন্যান্য সকল আসামীদের সাথে নিয়ে দ্রুত গাড়ী চালিয়ে সটকে পরে। পরোবর্তিতে মিঠুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, যোগযোগ বিছিন্ন

 কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, যোগযোগ বিছিন্ন


ঝালকাঠি প্রতিনিধি: আতাউর রহমান

ঝালকাঠির আমুয়া-কাঠালিয়া-

রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজার সংলগ্ন খালের উপরের আয়রন ব্রীজটি (সাতানী ব্রীজ) ভেঙ্গে খালে পড়ে যাওয়ায় এই রুটে কাঠালিয়া উপজেলার সাথে রাজাপুর, জেলা সদর ঝালকাঠি ও বরিশালসহ সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১০ মার্চ) বিকেলে রাজাপুর থেকে আসা এ সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত পাথর ভর্তি একটি ট্রাক ব্রীজ দিয়ে পারাপারকালে ব্রীজ ভেঙ্গে ট্রাকটিসহ ব্রীজের মাঝের অংশ খালের মধ্যে পড়ে যায়। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার কৌশলে খালে ঝাঁপ দিয়ে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রীজটি বিধ্বস্ত হওয়ার কারণে বুধবার বিকেল থেকে গুরুত্বপূর্ণ এ সড়কের সকল যান চলাচল বন্ধ রয়েছে। এতে উপজেলাবাসীসহ সকল পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিষখালী নদীর শাখা সাতানী খালের উপর ১০০ফুট দীর্ঘ ব্রীজটিতে মালামালসহ ট্রাক ওঠার কারণে ব্রীজ ভেঙ্গে ট্রাক খালে পড়ে যায়।

১৮/২০ বছর পূর্বে লোহার খুঁটির উপরে ইট-সিমেন্ট ঢালাই করে এ ব্রীজটি নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছরের মধ্যে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এতোদিন অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়ি পারাপার হতো। কাঠালিয়া থানা অফিসার ইনার্জ পুলক চন্দ্র রায় জানান, বুধবার বিকেলে পাথরভর্তি একটি ট্রাক ব্রীজের উপর দিয়ে পার হওয়ার সময় ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়, তবে ট্রাকে আরহীদের কোন ক্ষতি হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঝালকাঠিতে মাসব্যাপী বিসিক শিল্পপণ্য মেলা শুরু

 ঝালকাঠিতে মাসব্যাপী বিসিক শিল্পপণ্য মেলা শুরু


ঝালকাঠি প্রতিনিধিঃ মো জাহিদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। জেলা প্রশাসনের

সহযোগীতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ মেলার আয়োজন করে।

বুধবার (১০মার্চ) বিকেলে ঝালকাঠি বিসিক শিল্প নগরী এলাকায় ভাচুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রণালয় সংক্রান্ত

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিয়া ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান,

চেম্বার অব কমার্স এর সভাপতি সালাউদ্দিন আহম্মেদ সালেক।

এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে,

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, বিসিকের উপ-ব্যবস্থাপক মো. সাফাউল করিম।

মেলায় ৭০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, গৃহস্থালি পণ্য এবং

অন্যান্য দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা।

Tuesday, March 9, 2021

ঝালকাঠিতে প্রতিনিয়ত নিত‍্যপ্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে

ঝালকাঠি প্রতিনিধি:–মো জাহিদ ঝালকাঠিতে প্রতিনিয়ত নিত‍্যপ্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে,তাছাড়া কয়েক মাস ধরে বাড়তে থাকা চালের দাম এখনো ঊর্ধ্বগতি । পাশাপাশি ভোজ্য তেল, ডাল, আটা, ময়দা, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েই চলেছে । এছাড়া বেড়েছে মাছের দাম ও ব্রয়লার মুরগির দাম। ফলে নাভিশ্বাস হয়ে উঠেছে নিম্ন আয়ের মানুষের। এদিকে, প্রকৃতি থেকে শীত বিদায় নিলেও বাজারে এখনো উঠছে শীতের সবজি।

 তাই সহনীয় পর্যায়ে রয়েছে সবজির দাম। বেশির ভাগ সবজি পাওয়া যাচ্ছে ১৫ থেকে ৪০ টাকার মধ্যে। তবে নতুন যেসব সবজি উঠছে, তার দাম কিছুটা বাড়তি। ঢেঁড়স, পটল ও করলার কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল মঙ্গলবার ঝালকাঠি শহরের বড় বাজার, পূর্ব চাদকাঠী বাজার এবং অন‍্যান‍্য বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। ওই দুটি বাজারে প্রতি কেজি চিকন মিনিকেট চাল ৬২-৬৪ টাকায়, নাজির শাইল ৬৮ থেকে ৭০ টাকায়, ভালো মানের বিআর-২৮ চাল ৫০-৫৪ টাকায়, পাইজাম ৪৮-৫০ টাকায় এবং মোটা গুটি ও স্বর্ণা চাল ৪৪-৪৬ টাকায় বিক্রি হচ্ছে। এক লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১২০-১২৬ টাকায়। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।

এছাড়া খুচরা দোকানে মোটা দানার মসুর ডাল ৭৫-৮০ টাকায় বিক্রি হচ্ছে। আটা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০ টাকা ও চিনি বিক্রি হচ্ছে ৬৮ টাকা দরে। আদা ৮০ টাকা, রসুন (চিনা) ১২০ টাকা, আলু ২৫ টাকা ও পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার করতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরে চালের চড়া দামে কোনো হেরফের হয়নি। আগের দামেই বিক্রি হচ্ছে। গত দেড় মাসে তেল, ডাল, আটা, ময়দা, চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। একের পর এক জিনিসের দাম বেড়েই চলছে।

 কিন্তু বাড়েনি আয়। পরিস্থিতি এমন হয়েছে, নিম্ন আয়ের মানুষের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। ক্রেতাদের মতে, দামের এই লাগাম এখনই টেনে ধরা না হলে আসছে শবে বরাত, রমজান মাস ও ঈদুল ফিতরে সীমিত আয়ের মানুষেরা পড়বেন মহাসঙ্কটে। দামের এই লাগাম টানতে হলে উৎপাদন ও পাইকারি পর্যায়ে সরকারকে উদ্যোগ নিতে হবে। আমদানির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বাড়াতে হবে তদারকিও। তাদের অভিযোগ, বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করছেন। সরকারকে কঠোর হাতে অসাধু এসব ব্যবসায়ীকে দমন করতে হবে।

 এদিকে, খুচরা বাজারে শীতের সবজি ফুলকপি ২০ টাকা, শিম ২০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, বাঁধাকপি ১৫ টাকা, শালগম ২০ টাকা, বরবটি ৬০ টাকা, গাজর ৩০ টাকা, ধনেপাতা ৬০ টাকা, শসা ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, বেগুন ৩০ টাকা, টমেটো ২০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, মটরশুঁটি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। গ্রীষ্মের আগাম সবজি ঢেঁড়স ৭০ টাকা, পটল ৭০ ও করলার কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের সবজি বিক্রেতারা জানান, সবজির দামে কোনো হেরফের হয়নি। বরং কয়েকটি শীতের সবজির দাম কমেছে। শীত বিদায় নিলেও বাজারে শীতের সবজি এখনো প্রচুর। তবে শীতের সবজির সরবরাহ কমে গেলেই সবজির দাম বেড়ে যাবে। এদিকে, গত দেড় মাস ধরে মুরগির দাম বাড়ছে। বিক্রেতাদের দাবি, পোলট্রি খামারে বাচ্চা মুরগির দাম বেড়ে যাওয়া এবং উৎপাদনের চেয়ে চাহিদা বেড়ে যাওয়ায় এ অবস্থা হয়েছে।

পুরান বড় বাজার ও পূর্ব চাদকাঠী বাজারের দোকানে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০-৫২০ টাকা, ব্রয়লার ১৪০-১৫০ টাকা, লেয়ার ও কক ২৪০ টাকা, সোনালি বিক্রি হয়েছে ২৭০ টাকা কেজি দরে। ফার্মের মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০-৬২০ টাকা, খাসির মাংস ৮৫০-৯০০ টাকা দরে। বাজারে তেলাপিয়া মাছ কেজি প্রতি ১২০-১৪০ টাকায়, পাঙাশ ১৫০ টাকায়, চাষের কই ২৫০ টাকায়, পোয়া ৫০০ টাকায়, মাঝারি সাইজের শোল ৪৫০ টাকায়, শিং ৭০০ টাকায়, রুই ও কাতল ৩০০-৩৫০ টাকায়, ছোট সাইজের চিংড়ি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

শহরের বড়  বাজারে একজন ক্রেতা মোঃ আব্দুল হান্নান বলেন,  বহু বছর যাবত সৌদিআরবে চাকরি করে কিছু টাকা জমিয়ে দেশে এসে ছোট্ট একটা দোকান দিয়ে ব‍্যবসা শুরু করে ছিলাম কিন্তু বতর্মানে যেভাবে লাগামহীন ভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে তাতে ঘর ভাড়া এবং সদয়-পাতি কেনা (ক্রয় করা) খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে । চাল, তেল, চিনি, আদা, রসুনসহ সব জিনিসের দাম বেড়েই চলেছে। কিন্তু আয় বাড়েনি। দু’বেলা সন্তানদের নিয়ে খেয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।  নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সামনে রমজান তাই দাম বাড়ার আরও আশঙ্কা রয়েছে।

জেলা বাজার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বলেন, ‘মূল্য তালিকা টানানো, ক্রয় রশিদ প্রদান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলো প্রায়ই পরিদর্শন করা হচ্ছে। তবে বেশ কিছু দোকান ও আড়তে মূল্য তালিকা টানানো ও হালনাগাদে অনীহা দেখা গেছে। তাদেরকে মূল্য তালিকা টানানো ও হালনাগাদ রাখতে অনুরোধ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বাজার পরিদর্শেনর সময় কোন ক্রেতা আমাদের কাছে বেশি দাম রাখার অভিযোগ করেনি। এরপরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিদর্শন আরও জোরদার করা হবে।’


Monday, March 8, 2021

ঝালকাঠিতে সৎপুত্র ও তার স্ত্রীর বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে সৎপুত্র ও তার স্ত্রীর বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন
! ঝালকাঠি প্রতিনিধি ঃমো জাহিদ ঝালকাঠিতে সৎপুত্র ও তার স্ত্রী'র দেয়া মিথ্যা মামলা-হয়রানি এবং অপপ্রচার থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন মা রোকেয়া বেগম। সোমবার (৮,মার্চ( বেলা ১১ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলার রাজাপুরের আদার্শপাড়া এলাকার বাসিন্দা রোকেয়া বেগম বলেন, আমার স্বামীর মৃত্যুর পর সৎপুত্র মিজানুর রহমান মাসুম ও তার মামলাবাজ স্ত্রী নাসিমা বেগম কর্তৃক সহায়-সম্পত্তি গ্রাস করতে একের পর এক মিথ্যা মামলায় হয়রানি-নির্যাতনের শিকার হচ্ছি। আমি ১৯৮৫ সালে সাবকবলা দলিল (নং-২৭৫৮) মুলে ২৭ শতাংশ সম্পত্তি ক্রয় করে সেখানে টিনসেড বিল্ডিং নির্মান করে স্বামী-সন্তান নিয়ে বসবাস করে আসছি। পরবর্তীতে আমার স্বামীও একই মৌজায় ও খতিয়ানে পৃথক সাবকবলা (দলিলনং-২৮১৮) মুলে ৩০শতাংশ সম্পত্তি ক্রয় করে। কিন্তু ১৯৯৭ সালে আমার স্বামী রফিজ উদ্দিন তালুকদার আমার দুই ভাইয়ের কাছে সাড়ে ৯ শতাংশ জমি সাবকবলা দলিল (নং-১০৯২) মুলে বিক্রি করে। অবশিষ্ট সাড়ে ২০ শতাংশ সম্পত্তি আমার স্বামীর মালিকানাধীন থাকে। আমার স্বামীর অবর্তমানে উক্ত সাড়ে ২০ শতাংশ সম্পত্তি আমার সৎ পুত্র সহ আমি ও আমার ৪ পুত্র-১কন্যার অংশিদারিত্ব থাকে। কিন্তু আমার সৎ পুত্র মাসুম ও তার স্ত্রী নাসিমা বেগম আমার ক্রয়কৃত সম্পত্তিতে থাকা বসত ঘর দখলের চেষ্টা চালায়। তারা অন্যায় ভাবে আমার সম্পত্তি গ্রাস করতে আমাকে, আমার দুই শিক্ষক ভাই, ৪পুত্রসহ সকলের বিরুদ্ধে চাদাবাজী, সহিংসতাসহ গুরুত্বর ধারায় একাধিক ফৌজধারী, ৭ধারা মামলা ও সিভিল মামলা দায়ের করে একের পর এক হয়রানি-নির্যাতন চালাতে শুরু করে। আমি আমার বয়স্ক দুই ভাই ও ছেলেমেয়ের জীবনের নিরাপত্তহীনতায় প্রতিমূহূর্ত আতংকিত দিন কাটাচ্ছি। এ অবস্থা থেকে মুক্তি পেতে আমি প্রসাশন সহ সর্বমহলের সহযোগিতা কামনা করছি ।

Saturday, March 6, 2021

ঝালকাঠি পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন লিয়াকত তালুকদার

ঝালকাঠি জেলা প্রতিনিধি:শেখ জাহিদ ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ বিষয়ে ঝালকাঠি শহর আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার জানান, জেলা ও পৌর আ’লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে মেয়র পদে দলীয় প্রার্থী হিসাবে একক ভাবে তার নাম প্রস্তাব প্রেরন করা হয়েছে। সে অনুযায়ী ঝালকাঠি আওয়ামীলীগের অভিভাবক জাতীয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় এর সাথে পরামর্শ করে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলীয় এই মনোনয়ন ফরম সংগ্রহ কালে তার প্রধান নির্বাচন পরিচালনাকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মুনিরুল ইসলাম তালুকদারসহ ঝালকাঠি জেলা ও পৌর আওয়ামীলীগ বিভিন্ন নেতাকর্মি এ সময় উপস্থিত ছিলেন

Friday, March 5, 2021

বরিশালে বইয়ের বিনিময়ে বই

বরিশালে বইয়ের বিনিময়ে বই তানজিম হোসাইন রাকিবঃ ব‌রিশা‌
লে প্রথমবা‌রের মত বই‌য়ের বি‌নিম‌য়ে বই কর্মসূচীর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। দুই‌দিন ব‌্যাপী এই কর্মসূচী‌তে এক‌টি বই দি‌য়ে এক‌টি বই পড়ার সু‌যোগ পা‌বেন পাঠকরা। শুক্রবার (০৫ মার্চ) বিকাল ৫টায় ব‌রিশাল নগ‌রের বঙ্গবন্ধু উদ‌্যা‌নে দুই দিন ব‌্যাপি এই কর্মসূচীর উ‌দ্বোধন করেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রা‌জিব আহ‌ম্মেদ। গ্রন্থদ্বীপ সংগঠ‌নের আ‌য়োজ‌নের এই কর্মসূচী‌তে প্রথম পর্যা‌য়ে দুই হাজার বই সংগ্রহ করা হ‌য়ে‌ছে পাঠক‌দের জন‌্য। এই বইগু‌লো পড়‌তে পাঠককে এক‌টি বই দি‌য়ে এক‌টি বই নি‌তে হ‌বে। এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে বরিশালের সুশীল সমাজ।

Wednesday, March 3, 2021

ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ ঝালকাঠি সুগন্ধায়

ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ ঝালকাঠি সুগন্ধায়
ঝালকাঠি প্রতিনিধি ঃশেখ জাহিদ ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ এখন ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কের সাথে অবস্থান নিয়েছে। ঝালকাঠি পৌর এলাকার বাসিন্দাদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সুস্থ জীবন ফিরিয়ে দেয়ার লক্ষে কাজ করবে বলে জানা গেছে। ১২ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি বিভিন্ন এলাকার দুস্থ-অসহায় ও দরিদ্র মানুষকে মানসম্মত চিকিৎসা প্রদান করবে। খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি সংস্থা ইমপ্যাক্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পরিচালনাধীন হাসপাতালটি ঝালকাঠির ডিসি পার্কের সুগন্ধা নদীর তীরে নোঙর ফেলেছে সোমবার সকালে। নদী মাতৃক বাংলাদেশে ‘জীবন তরী’ নামে এই ভাসমান হাসপাতালটি প্রত্যন্ত অঞ্চলে সারা বছর চিকিৎসা প্রদান করে থাকে। আগামী ৭ মার্চ থেকে ‘জীবন তরী’ দিয়ে ঝালকাঠিতে চিকিৎসা সেবা শুরু করবে। ‘জীবন তরী’ নামে ভাসমান এই হাসপাতালে চিকিৎসা প্রদানের জন্য তিন জন চিকিৎসক দিয়ে নাক, কান, গলা, চক্ষু চিকিৎসা ও বিশেষজ্ঞ সার্জন দিয়ে অস্ত্রোপচার করারও ব্যবস্থা রয়েছে। এছাড়া ‘জীবন তরী’ হাড়জোড়া, হাড়ভাঙা, পঙ্গুত্ব, জন্মগত ঠোঁটকাটা, ঠোঁটের তালুকাটা রোগীদের চিকিৎসাসহ প্লাস্টিক সার্জারি ও অন্যান্য চিকিৎসা সেবা দেয়া হবে জানাগেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১২ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে সার্বক্ষনিক ৩জন চিকিৎসক রয়েছে। এরমধ্যে একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ, একজন চোখের, একজন অর্থোপেডিকসের। চারজন নার্স, দুজন কর্মকর্তাসহ মোট ৩৫ জন জনবল আছে হাসপাতালে। মুমূর্ষু রোগীদের জরুরী ভিত্তিতে আনা-নেয়া বা হস্তান্তরের জন্য স্পিডবোট আছে দুটি। হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, এখানে নিয়মিত এক্স-রে, রক্তসহ বেশ কয়েকটি পরীক্ষা করার ব্যবস্থা আছে। হাসপাতালটিতে স্বল্পমূল্যে চক্ষু রোগের চিকিৎসা করা হয়। লেন্স সংযোজনের মাধ্যমে চোখের ছানি অস্ত্রোপচার করা হয়। ভাসমান হাসপাতালে ফ্যাকো সার্জারিরও ব্যবস্থা আছে। চিকিৎসা ছাড়াও রোগীদের সহায়ক সামগ্রী দেয়া হয়।

Tuesday, March 2, 2021

পুলিশ সুপারের সহায়তায় দৃষ্টি ফিরে পেল তানবিন

পুলিশ সুপারের সহায়তায় দৃষ্টি ফিরে পেল তানবিন ঝালকাঠি সংবাদদাতা ০২ মার্চ ২০২১, ঝালকাঠি পুলিশ সুপারের সহায়তায় দৃষ্টি ফিরে পেল শিশু তানবিন ঝালকাঠি পুলিশ সুপারের সহায়তায় দৃষ্টি ফিরে পেল শিশু তানবিন ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সহযোগিতায় দৃষ্টি ফিরে পেল একটি অসহায় পরিবারের তিন বছর বয়সের শিশু তানবিন। অর্থাভাবে তার পিতা শিশু তানবিনের চোখের ছানি অপারেশন করাতে না পারায় পুলিশ সুপার ফাতিহা ব্যায়ভার বহনে এগিয়ে আসায় শিশুটির চোখের আলো ফিরে পেয়েছে। বর্তমানে সম্পূর্ণ সুস্থ শিশু তানবিনের পরিবার মঙ্গলবার (২ মার্চ) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা গেছে, ঝালকাঠি শহরের বসুন্ধরা রোড এলাকার দরিদ্র আব্দুল লতিফ হাওলাদারের শিশুপুত্র তানবিনের দুটি চোখেই ছানি পড়া রোগে আক্রান্ত হয়। এ কারণে শিশুটি দীর্ঘদিন অন্ধত্বের শিকার হয়। তাছাড়া শিগ্রই অপারেশন করাতে না পারলে স্থায়ী অন্ধত্বের শিকার হতে পারে বলে জানায় চিকিৎসকরা। এ মতাস্থায় আর্থিক অনটনের কারণে তানবিনের পিতা শিশুপুত্রের চিকিৎসা করাতে বিভিন্ন জনের দ্বারস্থ হয় এবং সরকারি- বেসরকারি বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করে। কিন্তু অর্থ সংগ্রহ করতে না পেরে তিনি দিশেহারা হয়ে পড়েন। পরবর্তীতে তানবিনের দরিদ্র পিতা আব্দুল লতিফ তার শিশু পুত্রের এ সমস্যার নিয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের দ্বারস্থ হন। শিশু তানবিনের দূরাবস্থার কথা শুনে পুলিশ সুপার তার পাশে দাঁড়ান। তিনি দৃষ্টিহীন শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করায় গত ২১ জানুয়ারি ঢাকার ইস্পাহানি চক্ষু হাসপাতালে শিশু তানবিনের চোখের ছানি অপারেশন করা হয়।

Monday, March 1, 2021

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে লাঙ্গল দিয়ে হাল চাষ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে লাঙ্গল দিয়ে হাল চাষ
আতাউর রহমান,ঝালকাঠি প্রতিনিধি ঃ কৃষি প্রধান বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে লাঙ্গল-জোয়াল। আধুনিকতার ছোঁয়ায় হাল চাষের পরিবর্তে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয়। এক সময় দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় কৃষক গরু ও মহিষ লালন-পালন করতো হাল চাষ করার জন্য। আবার অনেকে গবাদি পশু দিয়ে হাল চাষকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। আবার অনেকে ধান, গম, ভুট্টা, তিল, সরিষা, কলাই চাষের জন্য ব্যবহার করতেন। ধান, নদী, খাল এই তি'নে বরিশাল। দেশের দক্ষিনাঞ্চলের বৃহত্তম বরিশালের ঝালকাঠি জেলার কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মানব সভ্যতার সোনালী অতীত ও ঐতিহ্য। ঠিক তেমনি জেলার জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত লাঙ্গল দিয়ে জমি চাষ এখন শুধুই স্মৃতি। এক সময় দেখা যেত সেই কাক ডাকা ভোরে কৃষকরা গরু ও কাঁধে লাঙ্গল-জোয়াল নিয়ে বেরিয়ে যেত মাঠের জমিতে হাল চাষ করার জন্য। নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হাল চাষ করে তাদের সংসারের ব্যয়ভার বহন করতো। হালের গরু দিয়ে দরিদ্র মানুষ জমি চাষ করে ফিরে পেতো তাদের পরিবারের সচ্ছলতা। কালের পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটেছে। এখন আর চোখে পড়ে না সে দৃশ্য। জমি চাষের প্রয়োজন হলেই অল্প সময়ের মধ্যেই পাওয়ার টিলারসহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চালাচ্ছে জমি চাষাবাদ। তাই কৃষকরা এখন পেশা বদলি করে অন্য পেশায় ঝুঁকছেন। ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে গরু, মহিষ, লাঙ্গল ও জোয়াল দিয়ে জমিতে হাল চাষ। বর্তমানে আধুনিকতার স্পর্শে ও বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে কৃষকদের জীবনে এসেছে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের ছোঁয়াও লেগেছে কৃষিতে। তাই আর সকালে কাঁধে লাঙ্গল-জোয়াল নিয়ে মাঠে যেতে আর তেমন দেখা যায় না কৃষকদের। ঝালকাঠির র্কীতিপাশা ইউনিয়ের রমানাথপুর গ্রামের লুৎফার নামে এক কৃষক বলেন, পড়া লেখা না করায় ছোটবেলা থেকেই হাল চাষের কাজ করতাম। বাড়িতে হাল চাষের জন্য বলদ গরু ছিল এক জোড়া। আর মহিশ ছিলো এক জোড়া। চাষের জন্য দরকার হতো একজোড়া বলদ, কাঠের তৈরি লাঙ্গল, বাঁশের তৈরি জোয়াল, মই, লরি ও গরুর মুখে টোনা ইত্যাদি। আগে গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হতো। অনেক সময় গরুর গোবর জমিতে পড়তো। এতে করে জমিতে অনেক জৈব সার তৈরি হতো। ক্ষেতে ফলন ভালো হতো। এখন নতুন নতুন আধুনিক বিভিন্ন মেশিন এসেছে। সেই মেশিন দিয়ে এখানকার লোকজন জমি চাষাবাদ করে। তাই এখনো গরু, মহিষ, লাঙ্গল ও জোয়াল নিয়ে জমিতে হাল চাষ করা এখন হারিয়ে যেতে বসেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপড় নিবাসী কৃষক মোঃ মতিউর রহমান বলেন, বহুবছর থেকেই হাল চাষের কাজ করতাম লাঙ্গল দিয়ে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ জমি চাষ করতাম কিন্তু আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে লাঙ্গল দিয়ে হাল চাষ। তবে ট্রাক্টর অথবা পাওয়ার টিলার থেকে গরুর লাঙ্গলের চাষ গভীর হয়। জমির উর্বরতা শক্তি বৃদ্ধি ও ফসলের চাষাবাদ করতে সার, কীটনাশক কম লাগতো। দিনে দিনে এভাবেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের দক্ষিনাঞ্চলের গ্রামবাংলার ঐতিহ্য। এখন তোর আর সেই গরুর গাড়ি শুধুই স্মৃতি।

ঝালকাঠির রাজাপুরে জাতীয় বীমা দিবস পালিত

ঝালকাঠির রাজাপুরে জাতীয় বীমা দিবস পালিত । ঝালকাঠি প্রতিনিধি ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদের সভা কক্ষে সোমবার (০১,মার্চ ) সকালে ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার এ প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা
অধ্যক্ষ মনিরউজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং পপুলার লাইস ইনস্যুরেন্স কোম্পানীর রাজাপুৃর আঞ্চলিক কর্মকর্তা শহিদুল ইসলাম মাসুদের সঞ্চালনায়, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেলটা ইনস্যুরেন্সেরে রাজাপুরের কর্মকর্তা মোঃ আহসান কবির মামুন, প্রাইম ইনস্যুরেন্স এর মোঃ কামরুল কবির মিঠু, ফারইস্ট ইন্স্যুরেন্স এর মোসাঃ মাহমুদা বেগম, জাকির হোসেন (ন্যাশনাল) মোঃ মাসুদুর রহমান (মেঘনা) মোঃ আঃ শুক্কুর (পদ্মা) প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইন্স্যুরেন্স কম্পানির কর্মকর্তা ও মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।